Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সেমিনার অনুষ্ঠিত

সেমিনারে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সিজিপিএ অর্জনের জায়গা নয়’

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৯:২৯ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অর্থনীতি বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “আনলিশিং দ্য ক্যারিয়ার ইনসাইটস ফর ইকোনমিক স্টুডেন্ট” শীর্ষক সেমিনার।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

এসময় উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সিজিপিএ অর্জনের জায়গা নয়। এখানে যে যে বিষয়ে পড়াশোনা করবে তাকে সে বিষয়ে ভালোভাবে দক্ষতা অর্জন করতে হবে। আর দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক পড়াশোনা করতে হবে, যাতে করে তাদের গবেষণা দেশের জন্য খোরাক হিসেবে কাজ করে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন দিল আফরোজ খানম। অর্থনীতি বিভাগের চেয়ারম্যান রিফাত ফেরদাউসের সভাপতিত্বে সেমিনারে প্রধান বক্তা ছিলেন এসিডিআই-ভিওসিএ-এর মনিটরিং, ইভালুয়েশন অ্যান্ড লার্নিং টিম লিডার অপূর্ব কুমার দত্ত। অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. অপূর্ব রায়ের সঞ্চালনায় সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

About

Popular Links