Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু

দেশ-বিদেশের দুই শতাধিক গবেষকের অংশগ্রহণে তিন দিনব্যাপী এই কনফারেন্স আয়োজন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

আপডেট : ০৮ জুন ২০২৪, ১০:৫৯ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে “দ্য আর্ট অব সোশ্যাল চেইঞ্জ” শীর্ষক তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স। যেখানে দেশ-বিদেশের দুই শতাধিক বরেণ্য শিক্ষাবিদ ও গবেষকগণ অংশগ্রহণ করছেন।

শুক্রবার (৭ জুন) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. শাহ্‌ আজম।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “গবেষণা জাতীয় উন্নয়নের একটি সোপান। গবেষণাকে আলোর সামনে আনতে কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশ-বিদেশের দুই শতাধিক গবেষকের অংশগ্রহণে তৃতীয়বারের মতো তিন দিনব্যাপী এই কনফারেন্স আয়োজন করতে পেরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আনন্দিত।”

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ আগত অতিথিদের ধন্যবাদজ্ঞাপন করেন। তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের প্রথম দিনে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, এমিরিটাস অধ্যাপক ড. আইনুন নিসাত ও প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

উদ্বোধনী অধিবেশন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-১ এর লেকচার থিয়েটার, গীতাঞ্জলী মিউজিক স্টুডিও, মিউজিক ল্যাব, অ্যাকাডেমিক ভবন-৩ এর লেকচার রুম, উদয়ন কনফারেন্স সেন্টারে, উত্তরায়ণ কনফারেন্স হলে সাতটি টেকনিক্যাল সেশন একইসময় পরিচালিত হয়। সেখানে দেশ-বিদেশের গবেষকরা তাদের গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করেন।

শনিবার কি নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন স্থপতি রফিক আজম। কনফারেন্স এর সমাপনী সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ও কৌশিক মজুমদার।

   

About

Popular Links

x