Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

পিপলস ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মোস্তফা কামাল

বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৩ পিএম

দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল। তিনি বর্তমানে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান ও এমডি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান ক্লাবে পিপলস ইউনিভার্সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এ সময় নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনে উপস্থিত সব সদস্যের সম্মতিতে দুই বছর মেয়াদের জন্য শিল্পপতি মোস্তফা কামালকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

এছাড়া সভায় বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডা. মিনহাজ উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নাজমুল হাসান।

সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নির্বাচিত হয়েছেন সলিমুল হক কামাল, মাহমুদুর রহমান সুমন,  শামসুন্নাহার রশীদ, শাহ নূরুন্নবী, উম্মে কুলসুম পারভিন, নাদিয়া হোসেন, কাজী আরিফুল ইসলাম (কাজী সিরাজুল ইসলামের প্রতিনিধি) ও রাজীব চক্রবর্তী(মোরশেদ আলমের প্রতিনিধি)।

সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য- সলিমুল হক কামাল, মাহমুদুর রহমান সুমন, শামসুন্নাহার রশীদ, শাহ নূরুন্নবী, উম্মে কুলসুম পারভিন, নাদিয়া হোসেন, কাজী আরিফুল ইসলাম (কাজী সিরাজুল ইসলামের প্রতিনিধি), রাজীব চক্রবর্ত্তী (মোরশেদ আলমের প্রতিনিধি) এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. একেএম মাহবুবুজ্জামান।

এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোস্তফা কামাল বাংলাদেশের শিল্প বিকাশে অন্যতম অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। শুধু শহরেই নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও শিক্ষার আলো ছড়িয়ে দিতে তার যুগপৎ উদ্যোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের সবচেয়ে বড় শিক্ষাবৃত্তি, বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে গবেষণা ও বৃত্তি অনুদানের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠান, যেমন আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজ, আলহাজ্ব আয়েশা খাতুন পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

   

About

Popular Links

x