Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

পবিত্র রমজানে ফেসবুকের শুভেচ্ছা

বিশ্বের কোটি কোটি মুসলিমকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বুধবার ফেসবুকে নিজের অ্যাকাউন্টে লগইন করলেই এই শুভেচ্ছাবার্তাটি দেখতে পারছেন গ্রাহকরা। বার্তায় পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা হয়েছে।

আপডেট : ১৬ মে ২০১৮, ০৯:৫৬ পিএম

বৃহস্পতিবার থেকে সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। বাংলাদেশে কবে থেকে রোজা শুরু হবে সেটা জানার জন্য চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে বুধবার সন্ধ্যায়। পবিত্র এই মাসকে ঘিরে এরইমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে মুসলিম বিশ্বের। ফেসবুকের হোমপেজে একটি অ্যানিমেটেড গ্রাফিক্স বার্তায় রমজানের শুভেচ্ছা জানিয়ে মুসলিম বিশ্বের উদ্দেশে বলা হয়েছে:  আপনাদের নিজস্ব সম্প্রদায়সহ বিশ্ববাসীকে উদারতার বোধে উদ্বুদ্ধ করতে রমজানের যে ভূমিকা, ফেসবুক কমিউনিটি তার প্রতি শ্রদ্ধাশীল।

হিজরি সনের রমজান মাস বিশ্বের মুসলিম সম্প্রদায়ের কাছে পবিত্র মাস বলে বিবেচিত। মাসজুড়ে রোজা রাখার পর তারা উদযাপন করে ঈদুল ফিতর।

   

About

Popular Links

x