Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

ওষুধের দোকানে গিয়ে নিজেই চিকিৎসা চাইলো কুকুর! (ভিডিও)

চিকিৎসা পেয়ে মেঝেতে গড়াগড়ি করে ধন্যবাদও জানাতেও ভুলেনি কুকুরটি

আপডেট : ২৫ জুন ২০১৯, ১০:৪৬ এএম

কুকুরের বুদ্ধিমত্তা প্রায়ই অবাক করে মানুষকে। এ ধরনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণের প্রায়ই দেখা যায়। কিন্তু এবার যে ভিডিওটি সামনে এল তা, হৃদয় ছুঁয়ে যায়! একটি আহত কুকুর নিজে গিয়ে ওষুধের দোকানে চিকিত্সা চাইল। শুশ্রূষা শেষে মেঝেতে গড়াগড়ি দিয়ে জানাল ধন্যবাদও এমনটিই এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার।

ভিডিওটি তুরস্কের ইস্তাম্বুলের। ২৯ সেকেন্ডের ছোট্ট ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি পথকুকুর ওষুধের দোকানে বসে রয়েছে। এক পা তুলে দিয়েছে। একজন নারী তার পায়ে মলম জাতীয় ওষুধ লাগিয়ে দিচ্ছেন। ওষুধ লাগানোর পর্ব শেষ হয়ে গেলে কুকুরটি পা তুলে নারীর হাতে তা রেখে ধন্যবাদ জানানোর চেষ্টা করে। এমনকি ধন্যবাদ দেওয়ার ভঙ্গিতে শেষে মেঝেতেও শুয়ে পড়ে কুকুরটি। তাকে আদরও করে দেন ওই তিনি।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, চিকিৎসক ওই নারীর নাম বানু সেনগিজ। তার ওষুধের দোকানে একদিন হঠাৎ করেই ঢুকে পড়ে একটি পথকুকুর। সঙ্গে সঙ্গে ছুটে যান ওই মহিলা। বুঝতে পারেননি কুকুরটি কেন ঢুকে পড়ল! কিন্তু কাছে যেতেই বুঝতে পারেন, আহত কুকুরটি চিকিৎসা চাইছে। তারপরই কুকুরটিকে সেবা করেন বানু।

টুইটারে এই ভিডিও ছড়িয়ে পড়ে। এরমধ্যে ১৪লক্ষ বার দেখাও হয়েছে ভিডিওটি। আর কুকুরটির জন্য আদরের মন্তব্যতো রয়েছেই।About

Popular Links