Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

অভিভাবকহীন ৬০০টি ‘রেসার গ্রে হাউন্ড’

ম্যাকাওয়ে অভিভাবকহীন হচ্ছে ৬০০টি ‘গ্রে হাউন্ড’ প্রজাতির কুকুর। ক্যানিড্রম নামের কুকুরদের বিতর্কীত একটি রেসিং ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় এই প্রতিযোগি রেসিং গ্রে হাউন্ডগুলো ঘর ছাড়া হচ্ছে।

আপডেট : ২২ জুলাই ২০১৮, ১২:৩৭ এএম

ম্যাকাওয়ে অভিভাবকহীন হচ্ছে ৬০০টি ‘গ্রে হাউন্ড’ প্রজাতির কুকুর। ক্যানিড্রম নামের কুকুরদের বিতর্কীত একটি রেসিং ক্লাব বন্ধ হয়ে যাওয়ায় এই প্রতিযোগি রেসিং গ্রে হাউন্ডগুলো ঘর ছাড়া হচ্ছে। 

বিবিসি’র প্রকাশিত এক ভিডিও বার্তায় জানা যায়, উন্নত ও শক্তিশালী এ প্রাণীগুলোর দেখাশুনার দায়িত্ব নিতে চেয়েছে ম্যাকাও নগর কর্তৃপক্ষ। তবে এতোগুলো কুকুরের সঠিক পর্যবেক্ষণ ও ভরণপোষন করাটা কঠিন হবে তাদের জন্য। তাই ইতোমধ্যে স্থানীয়দের অনেকেই আসছেন গৃহহীন এই কুকুরগুলোকে ‘দত্তক’ নিতে। 

ম্যাকাওয়ের এক নাগরিক জানান এর আগের বছরেও ক্যানিড্রম থেকে একটি গ্রে হাউন্ড ‘দত্তক’ নিয়েছিলেন তিনি। এবার ঐ গ্রে হাউন্ডেরই আরেক সহোদরকে খুঁজে এনেছেন। 


তবে রেসিং ট্র্যাক ছেড়ে আসার পর আটপৌড়ে জীবনে খাপ খাওয়াতে বেগ পাচ্ছে এই গতিদানব কুকুরগুলো। 

ম্যাকাওয়ের প্রাণী অধিকার সচেতন ব্যক্তিদের কেউ কেউ শঙ্কা করছেন এই কুকুরগুলোকে অভিভাবকহীনভাবে রাস্তায় ছেড়ে দিলে, এদের শেষ গন্তব্য হতে পারে ‘ডিনার টেবিলে’! 

উন্নত প্রজাতির এই বিপুল সংখ্যক গ্রে হাউন্ডদের সাহায্যার্থে ম্যাকাও প্রশাসন ও জনগনের পাশাপাশি ‘অ্যানিমেল শেল্টার’গুলোও ভূমিকা রাখছে।


About

Popular Links