ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন স্বামী। জোর প্রস্তুতি নিচ্ছিলেন সরকারি চাকরি পরীক্ষার জন্য। ফলে স্ত্রী তার কাছ থেকে কাঙ্খিত সময় না পেয়ে চেয়ে বসলেন ডিভোর্স! সম্প্রতি ভারতের ভোপাল শহরে ঘটেছে এমন ঘটনা।
ওই নারীর নাম উল্লেখ না করে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, পারিবারিক আদালতে ডিভোর্স চেয়ে করা মামলায় ওই নারী উল্লেখ করেছেন, তার স্বামী সারাদিন ইউনিয়ন পাবলিক সার্ভিস (ইউপিএসসি) পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকেন। কখনো একসঙ্গে বাইরে বেড়াতে, শপিংয়ে কিংবা সিনেমা দেখতে যাওয়া হতো না। এমনকি কখনও কখনও তাদের মধ্যে একেবারেই কথা হতো না। দিনের পর দিন এভাবেই চলছিল। একসময় সহ্যের সীমা ছাড়িয়ে গেলে ওই নারী ডিভোর্সের সিদ্ধান্ত নেন।
অভিযোগ শুনে তার জন্য একজন সরকারি কাউন্সিলর নিযুক্ত করে স্থানীয় পারিবারিক আদালত। কাউন্সিলর তার স্বামীকে ডেকে পাঠালে তিনি সব অভিযোগ স্বীকার করেন। তিনি জানান, ছোটবেলা থেকেই ইউপিএসসি পরীক্ষায় পাশ করে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা হওয়ার স্বপ্ন ছিল তার। একইসঙ্গে তিনি আবার এমন জটিলতা হবে না বলে প্রতিশ্রুতি দেন।
দুই পক্ষের কথা শুনে কাউন্সিলর তাদের আরও কিছু সময় নেওয়ার পরামর্শ দিয়ে আবারও চিন্তা করার জন্য বলেন।