Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাংলা উচ্চারণের কর্মশালা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের প্রমিত বাংলা উচ্চারণে পারদর্শী করে তোলা

আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ০৪:৫৮ পিএম

ব্র্যাক ইউনিভার্সিটির কমিউনিকেশন অ্যান্ড ল্যাংগুয়েজ ক্লাবের আয়োজনে প্রমিত বাংলা উচ্চারণ কর্মশালা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

গত ১৭ অক্টোবর ৪৩জন শিক্ষার্থীর অংশগ্রহণে 'প্রমিত বাংলা উচ্চারণ' শীর্ষক কর্মশালা সম্পন্ন হয়। কর্মশালায় বাংলা ভাষার উচ্চারণ, কন্ঠস্বরওবাচন, ভঙ্গি, ছন্দ, রস, অভিব্যক্তিসহ বিভিন্ন বিষয়ের ওপর বিশেষভাবে আলোকপাত করা হয়।

কর্মশালাটি পরিচালনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির বাংলা ভাষা ও সাহিত্যের সহকারী অধ্যাপক, আবৃত্তি উচ্চারণ বিশেষজ্ঞ ড. নিমাইমন্ডল। 

এর ধারাবাহিকতায় গত ২৪ শে অক্টোবর, শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বাংলা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। উক্ত আয়োজনে বিচারক হিসেবে ছিলেন ড. নিমাইমন্ডল ও বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক চৈতি চক্রবর্তী। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্র-ছাত্রীদের প্রমিত বাংলা উচ্চারণে পারদর্শী করে তোলা।


   

About

Popular Links

x