সাত মাসে বিশ্বের ১৪টি উঁচু পর্বতের শিখর ছুঁয়ে রেকর্ড গড়লেন নেপালের পর্বতারোহী নির্মল পূর্জা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টা ৫৮ মিনিটে চীনের শিশাপাঙমা পর্বতের চূড়ায় উঠে ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নিলেন তিনি।
২০১২ সালে এভারেস্টের বেজক্যাম্পে ঘুরতে গিয়েছিলেন নির্মল। বেড়ানোর পর ফিরে আসার পরিকল্পনা থাকলেও ওই ভ্রমণের পর পর্বত অভিযান শুরুর সিদ্ধান্ত নেন তিনি।
ইতোমধ্যে বেশকিছু রেকর্ড নিজের করে নিয়েছেন নির্মল পূর্জা। সবচেয়ে কম সময়ের ব্যবধানে দু’বার ৮ হাজার মিটার উঁচু দুটি পর্বতের চূড়া ছোঁয়ার রেকর্ড কেবল তারই।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মঙ্গলবার নির্মল লিখেছেন, ‘লক্ষ্য অর্জন হলো।’
তার দলের অন্য সদস্যরা হলেন- মিঙমা ডেভিড শেরপা, গালজেন শেরপা ও গেজমান তামাঙ।
নির্মল পূর্জার বয়স ৩৬ বছর। ২০০৩ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি। ২০০৯ সালে রয়েল মেরিন সদস্য হন। ২০১৮ সালে রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ বেসামরিক সম্মান এমবিই দেন তাকে। বলাবাহুল্য, নেপালি সৈন্যরা ব্রিটিশ আর্মির ব্রিগেড অব গুরখাস ইউনিটে ২০০ বছরেরও বেশি সময় সেবা দিয়েছেন।
২০১৯ সালে নির্মল পূর্জার স্পর্শ করা ১৪টি পর্বতের চূড়া
১. অন্নপূর্ণা (নেপাল), ২৩ এপ্রিল
২. ডাউলাগিরি (নেপাল), ১২ মে
৩. কাঞ্চনজঙ্ঘা (নেপাল), ১৫ মে
৪. এভারেস্ট (নেপাল), ২২ মে
৫. লৎসে (নেপাল), ২২ মে
৬. মাকালু (নেপাল), ২৪ মে
৭. নাঙ্গা পর্বত (পাকিস্তান), ৩ জুলাই
৮. গাশেরব্রুম ১ (পাকিস্তান), ১৫ জুলাই
৯. গাশেরব্রুম ২ (পাকিস্তান), ১৮ জুলাই
১০. কেটু (পাকিস্তান), ২৪ জুলাই
১১. ব্রড পিক (পাকিস্তান), ২৬ জুলাই
১২. চো ওয়ু (চীন), ২৩ সেপ্টেম্বর
১৩. মানাসলু (নেপাল), ২৭ সেপ্টেম্বর
১৪. শিশাপাঙমা (চীন), ২৯ অক্টোবর