Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

৩১ কেজি ওজনের বাঘাইড়

এ বছর জেলেদের জালে এই প্রথম এত বড় বাঘাইড়  ধরা পড়লো

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ০৬:৪৯ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ধরা পড়েছে প্রায় ৩১ কেজি ওজনের বাঘাইড় মাছ। চলতি মৌসুমে প্রথমবারেরমতো এত বড় মাছ ধরা পড়লো। শুক্রবার (৮ নভেম্বর) ভোরে দৌলতদিয়া ঘাট বাজারে কেছমত শেখের আড়তে সর্বোচ্চ দর ডেকে ৯৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী মাসুদ মোল্লা।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকার জেলে মোস্তাক হালদার সহযোগীদের নিয়ে উজানে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় জাল ফেলেন। পরে গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নের সীমানায় এসে তাদের জালে ধরা পড়ে বিশাল এই বাঘাইড়টি।

সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ৫ নম্বর পন্টুনের সাথে মোটা রশি দিয়ে মাছটি বেঁধে পানিতে রাখা হয়েছে। এ সময় কিছু উৎসুক মানুষ মাছটি দেখার জন্য সেখানে ভিড় করেন। পরে মাসুদ ব্যবসায়ীর কাছে মাছটি ১ হাজার টাকা কেজি দরে বিক্রি করে দেন।

উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, "এ মৌসুমে এখন পদ্মা নদীতে মাঝেমধ্যে বড় ধরনের মাছ পাওয়া যাবে। তবে এবার এত বড় বাঘাইড় মাছ এই প্রথম জেলেদের জালে ধরা পড়ল। সাধারণত কৌনা ও ফাইস্যা জালে এ ধরনের বড় মাছ ধরা পড়ে।"

   

About

Popular Links

x