Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বের সবচেয়ে দামি মদের সংগ্রহশালা

মেকালান ১৯২৬'এর একটি বোতল ১ দশমিক ৫ মিলিয়ন ইউরোতে বিক্রি হয়েছে কিছুদিন আগে

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০২:০৫ পিএম

ভিয়েতনামের ব্যবসায়ী ভিয়েত এনগুইন দিন তুয়ানকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মদের সংগ্রহশালার মালিক। তার কাছে নাকি প্রায় ১ কোটি ৮০ লাখ ইউরোর সমমূল্যের দুর্লভ ও প্রাচীন স্কচ এবং হুইস্কি আছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড সম্প্রতি এই খবর নিশ্চিত করেছে।

তুয়ানের কাছে আছে "মেকালান ১৯২৬ ফাইন অ্যান্ড রেয়ার"এর মতো বেশ কিছু দূর্লভ মদ। সেসময় মেকালান ১৯২৬'এর মাত্র ৪০টি বোতল বাজারে পাওয়া যেত। তুয়ান এর মধ্যে তিনটির মালিক। মেকালান ১৯২৬'এর একটি বোতল ১ দশমিক ৫ মিলিয়ন ইউরোতে বিক্রি হয়েছে কিছুদিন আগে। এছাড়া তুয়ানের সংগ্রহে আছে প্রাচীনতম বউমোরের ১২টি বোতল। আরও আছে ১৯১৯ ভিন্টেজ স্প্রিংবেঙ্কের ২৪টি বোতল। 

তুয়ান প্রায় ২০ বছর ধরে খুব দুর্লভ আর প্রাচীন এসব হুইস্কির বোতল সংগ্রহ করে আসছেন। তার কাছে মোট ৫০০'র বেশি বোতল আছে। ভিয়েতনামের এই ব্যক্তি জানান, এই সংগ্রহের তালিকা তিনি আরও বৃদ্ধি করতে চান। 

তিনি বলেন, "হুইস্কি সংগ্রহ আমার কাছে একটি নেশার মত। যখনি সময় পাই, তখনই আমি বিভিন্ন ওয়েবসাইটে প্রাচীন আর দূর্লভ হুইস্কির খোঁজ করি। এই সংগ্রহশালা থেকে আমি একটি বোতলও বিক্রি করার চিন্তা করি না।" 


   

About

Popular Links

x