নিরাপদ সড়ক আন্দোলনকারী শিক্ষার্থীদের নিজ সমর্থন জানালেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন জগতের আরেক সুপরিচিত মুখ ‘খালেদ আল আমেরি’। বিষয়টি নিয়ে সম্প্রতি তিনি একটি ফেসবুক ভিডিও তৈরি করেছেন।
খালেদ আল আমেরি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের ওই ভিডিওটিতে জানিয়েছেন, কেন এই আন্দোলন চলছে এবং কেন এটি জরুরি। শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে খালেদ আল ভিডিওতে আমেরি বলেন, “বাংলাদেশে দুই শিক্ষার্থী দ্রুতগতির বাসের ধাক্কায় নিহত হওয়ায় শিক্ষার্থী ও তরুণরা আন্দোলনে নেমেছে। তারা সুবিচার ও পরিবর্তন চাইছে। সবার জন্য নিরাপত্তা কামনা করছি, শিশুরা যাতে আবারও স্কুলে ফিরে যেতে পারে। সবার জন্য ভালোবাসা এবং দোয়া রইল।”
উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা শুরু হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে সচেতনতা বৃদ্ধিতে ভিডিও তৈরি করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের তারকারা। ইতোমধ্যেই নাসির ইউসুফ (ন্যাস ডেইলি), ট্রাভেল ভ্লগার ড্রিউ বিনস্কি পৃথক পৃথক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের আন্দোলন বিষয়ে নিজেদের মন্তব্য জানিয়েছেন।