হঠাৎ করেই ভাইরাল হয়ে উঠেছে নতুন ধরনের ‘লিওনেল মেসি হেয়ারকাট’। বরাবরই মেসির চুলের কাট অনুসরণ করে থাকেন অসংখ্য ফুটবল ভক্ত। কিন্তু এবারের বিষয়টি একটু অন্যরকম।
ডেইলিমেইলের বরাতে জানা গেছে, মাথার পেছনের অংশে ডিজাইন করে চুল কেটে প্রায় নিখুঁতভাবে মেসির মুখ ফুঁটিয়ে তোলা হচ্ছে নতুন ধরনের এই হেয়ারকাটে। নতুন এই হেয়ারকাট ডিজাইনটির উদ্ভাবক সার্বিয়ার নভি সাদ অঞ্চলের মারিও ভালা।
১৫০ ইউরো বা ১৩২ পাউন্ড পারিশ্রমিকের বিনিময়ে ভক্তদের মাথার পেছনে মেসির মুখ এঁকে দিচ্ছেন মারিও ভালা। তার কাজের ছবি অনলাইনে পোস্ট হওয়ার পর ব্যাপক সাড়া ফেলেছে বলেই জানিয়েছে ডেইলিমেল। মুখের আদল ফুঁটিয়ে তোলার এই হেয়ারকাট প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে জটিল অংশটি হলো ‘হেয়ার ট্যাটু’র কাজ এমনটাই জানালেন তিনি। তিনি আরও জানিয়েছেন, সম্পূর্ণ ডিজাইনটি সম্পন্ন হতে সময় লাগে ৫ ঘন্টারও বেশি এমনটাই জানিয়েছেন মারিও ভালা।
এর আগে পর্তুগালের খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখের আদলে চুলের ডিজাইন করে বেশ ইতিবাচক সাড়া পেয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি।
মতামত দিন