কাতার এয়ারওয়েজের এক ফ্লাইটে টেক-অফের আগ মুহূর্তে যাত্রীদের কাছে আর্থিক সাহায্য চাইতে শুরু করে এক ভিক্ষুক। প্রত্যক্ষদর্শী একজন ভিডিও করলে তা রাতারাতি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
কাতার এয়ারওয়েজের এক ফ্লাইটে টেক-অফের আগ মুহূর্তে যাত্রীদের কাছে আর্থিক সাহায্য চাইতে শুরু করে এক ভিক্ষুক। দোহা থেকে সিরাজে যাচ্ছিলো বিমানটি।
বিমানের সিট থেকে উঠে হঠাৎ করেই একটি প্লাস্টিক ‘পাউচ’ ব্যাগ খুলে হাতে নিয়ে যাত্রীদের কাছে টাকা চাইতে শুরু করে লোকটি।
প্রত্যক্ষদর্শী একজন ভিডিও করলে তা রাতারাতি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভিডিওতে দেখা যায় এক বিমানবালা তাকে সিটে বসতে বলছেন। তবে তার আগেই তাকে কয়েকজন যাত্রী টাকা দিয়েছে। বিমানবালার কথার ফাঁকে এক ব্যক্তি তার ব্যাগে বেশ কিছু টাকা গুঁজে।
পরে আরও কেবিন ক্রু আসার পরেও তিনি দাঁড়িয়ে সাহায্য প্রার্থনা করতে থাকেন এবং অনেকে তাকে আর্থিক ভাবে সাহায্য করেন।
কিন্তু বোর্ডিং হবার পর টেক-অফের আগ মুহূর্তে কি করে বিমানে ভিক্ষুক ঢুকলো তা নিয়ে প্রশ্ন আসতেই পারে মনে। এ ভিক্ষুক আসলে নিজেও এই ফ্লাইটের এক যাত্রী। পরিচয় সনাক্ত না হলেও, ইনি একজন ইরানী নাগরিক। দোহা থেকে সিরাজ ফ্লাইটে সর্বনিম্ন খরচ যেখানে ৪০০ পাউন্ড, তাকে এই টিকেট কিনে দিয়েছে কে? নাকি এটা এয়ারওয়েজটির মার্কেটিং স্ট্র্যাটেজি?
মতামত দিন