বছরে মাত্র চারদিন প্রজননের জন্য এরা বাইরে বেরিয়ে আসে
দক্ষিণ ভারতে রাস্তার পাশের একটি ডোবায় নতুন প্রজাতির ব্যাঙের সন্ধান পেয়েছেন গবেষকরা।
দিল্লি ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী সোনালি গর্গ এবং তার সুপারভাইজার এসডি বিজু দক্ষিণ ভারতের জীব বৈচিত্র্যপূর্ণ এলাকা ওয়েস্টার্ন ঘাটে ওই ব্যাঙের সন্ধান পান বলে জানিয়েছে বিবিসি।
নতুন আবিষ্কৃত এই ব্যাঙের নাম দেওয়া হয়েছে ‘মাইস্টিসেলাস’। ল্যাটিন পরিভাষা থেকে ‘রহস্যময়’ (mysterious) এবং ‘ক্ষুদ্রাকৃতি’ (diminutive) শব্দজোড়ার সংমিশ্রণে এই নাম রাখা হয়েছে।
দীর্ঘ তিন বছর ব্যাপক অনুসন্ধানের পর ছোট-মুখওয়ালা এই ব্যাঙের সন্ধান পান বিজ্ঞানীরা। এটিকে একটি নতুন প্রজাতি হিসেবে আখ্যায়িত করেছেন তারা।
এখন পর্যন্ত উল্লিখিত এলাকাতেই প্রজাতিটি পাওয়া যায়।
দিল্লি ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী সোনালি গর্গ বলেন, ‘‘এখনও পর্যন্ত এই প্রজাতিটি অজানা থাকার কারণ সম্ভবত এর লুকিয়ে থাকার প্রবণতা। বছরে মাত্র চারদিন প্রজননের জন্য এরা বাইরে বেরিয়ে আসে। বাকি সময়টা অত্যন্ত সন্তর্পণে তারা লুকিয়ে থাকে।’’
উল্লেখ্য, গত দশকে ওয়েস্টার্ন ঘাট এলাকায় বেশ কয়েকটি নতুন প্রজাতির ব্যাঙের সন্ধান পাওয়া যায়। ২০১৭ সালে ওই এলাকায় চারটি নতুন প্রজাতির ব্যাঙের সন্ধান পেয়েছিলেন বিজ্ঞানীরা।
মতামত দিন