করোনাভাইরাসের মহামারিকালে চিকিৎসকের মাস্ক টেনে নেওয়ার ছবিটিকে ভীষণ অর্থপূর্ণ বলেই মনে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা
শিশু জন্মের পর কাঁদবে এটাই প্রকৃতির নিয়ম। তবে জন্মের পর মুহূর্তেই চিকিৎসকের মাস্ক টেনে ধরাটা বিস্ময়করই বটে। সম্প্রতি এ ধরনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে রীতিমত আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের এক চিকিৎসক।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামির চেয়াব নামে ওই চিকিৎসক শিশুটি তার মাস্ক কেড়ে নিচ্ছে এরকম সাদা-কালো ছবি প্রকাশ করেন। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, “আর মাস্ক পরা লাগবেনা, এমনকিছু শোনার জন্যই প্রতিনিয়ত সবাই অপেক্ষা করছি।”
ভাইরাল এ ছবিটি দেখে যারপরনাই উচ্ছ্বসিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।করোনাভাইরাসের মহামারিকালে দারুণ অর্থপূর্ণ ছবিটি প্রকাশের জন্য ওই চিকিৎসককে ধন্যবাদ জানিয়েছে সবাই। মাতৃগর্ভ থেকে বেরিয়েই এমন এক ঘটনাকে নতুন প্রজন্মের মাস্ক ব্যবহারের প্রয়োজন না পড়ার ইঙ্গিত হিসেবেই মনে করছেন। ছবিটিকে এ বছরের সেরা ছবি হিসেবেও স্বীকৃতি দিয়েছে অনেকেই।
মতামত দিন