Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঈদ পোশাকে জ্যামিতিক ও ইসলামিক নকশা

ঈদ উপলক্ষে সেজেছে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ। প্রতিবারের মতো এবারও থিমনির্ভর কালেকশন তৈরি করা হয়েছে। জ্যামিতিক ও ইসলামিক নকশা এবং ফুলের থিমে হয়েছে এবারের উৎসব সংগ্রহের নকশা উপাদান। সারফেস অর্নামেন্টেশনে এই তিন থিমে তৈরি নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে বিন্যাসের সৌকর্যে। ঈদ কালেকশনে থাকছে পাঞ্জাবি, শার্ট,   সালোয়ার-কামিজ, শাড়ির পাশাপাশি বাচ্চাদের পোশাক। সঙ্গে জুয়েলারি ও উপহার সামগ্রী।

আপডেট : ২৯ মে ২০১৮, ১২:২৭ পিএম

ঈদ কালেকশনের তিনটি থিমে পোশাক নকশায় অবশ্যই গুরুত্ব পেয়েছে বাংলাদেশের সংস্কৃতি এবং ধর্মীয় আবহ। পাশাপাশি সময়, প্রকৃতি, আবহাওয়া আর আন্তর্জাতিক ট্রেন্ডও। এবারের ঈদ কালেকশন তৈরি করা  হয়েছে আরামদায়ক কাপড়ে। তাঁতে বোনা সুতি কাপড়, লিলেন, মসলিন, সিল্ক, হাফসিল্ক,এন্ডি সিল্ক, এন্ডি কটন, ভয়েল ব্যবহার করা হয়েছে। 

রঙ বাংলাদেশ এবার মূল রং হিসাবে বেছে নিয়েছে অফ হোয়াইট, বিস্কুট, মেজেন্টা, গাঢ় পেস্ট, ফিরোজা, নীল, কালো, অলিভ, বেগুনি, গোলাপি ও খয়েরি। পোশাকের নকশা ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার মাধ্যমে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, কারচুপি, হ্যান্ড এম্ব্রয়ডারি, মেশিন এম্ব্রয়ডারি। 

পাওয়া যাবে কাপল ও ফ্যামিলি ড্রেসও। উপহার সামগ্রী হিসেবে রয়েছে নানা ডিজাইনের মগ।  

   

About

Popular Links

x