করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মেনে চলতে হচ্ছে সামাজিক দূরত্ব। এতে বিভিন্ন সেবা নিয়ে সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ। এমন একটি সেবা সেলুন। আক্রান্ত হওয়ার ঝুঁকিতে অনেকেই হচ্ছেন না সেলুনমুখো। তবে প্রাকৃতিক নিয়মে চুল-দাড়ি তো বড় হবেই। অনেকেই তাই ঝামেলা এড়াতে বাসায় ন্যাড়া হচ্ছেন। এ কাজে হাত লাগাচ্ছেন পরিবারের সদস্যরা।
এবার সে তালিকায় নাম লেখালেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। স্ত্রী আরিফা জেসমিন কনিকাকে দিয়ে মাথা ন্যাড়া করিয়েছেন পলক। বাবা পলকের সঙ্গে ন্যাড়া হয়েছেন ছেলে অনির্বাণও।
শনিবার (১৬ মে) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজের ও ছেলে অনির্বানের ন্যাড়া মাথায় কয়েকটি ছবি পোস্ট করেন প্রতিমন্ত্রী পলক।
ফেসবুক পোস্টে পলক লেখেন, “ঘরে থাকতে সবারই কষ্ট হচ্ছে! অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি! তার মধ্যে একটা অন্যতম সমস্যা হচ্ছে মাথার চুল বড় হয়ে যাওয়া! সমস্যার সমাধান কী হতে পারে?
সমাধানে সহযোগিতা করলো আমার প্রিয়তমা স্ত্রী কনিকা! আর আমার সঙ্গী হলো আমার ছোট ছেলে অনির্বাণ!”
পলকের এমন পোস্টের পর সেটি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। অনেকে পোস্টটিতে লাইক কমেন্ট করেছেন। অনেকেই আবার শেয়ার দিয়েছেন নিজের টাইমলাইনে।