বহুল প্রচারিত ফেয়ারনেস ক্রিম “ফেয়ার অ্যান্ড লাভলি”র নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে এর উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)।
বৃহস্পতিবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ইউবিএল জানায়, পণ্যটির নাম থেকে “ফেয়ার” শব্দটি বাদ দিচ্ছে তারা। নতুন নামটি এখনও অনুমোদনের অপেক্ষায়। আগামী দুই মাসের মধ্যেই সেটি ঘোষণা করা হবে।
এ বিষয়ে ইউবিএল-এর ম্যানেজিং ডিরেক্ট এবং সিইও কেদার লিলি বলেন, “আমরা ফেয়ার অ্যান্ড লাভলি থেকে ‘ফেয়ার’ শব্দটি বাদ দিচ্ছি। নতুন নামটি জানিয়ে দেওয়া হবে। আগামী কয়েক মাসের মধ্যেই নতুন নামে প্যাকেটজাত করে পণ্যটি বাজারে ছাড়া হবে।”