Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

মাত্র এক যাত্রী নিয়ে উড়াল দিলো বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট

যাত্রাপথে হয়ত তার মনে কিছুক্ষণের জন্য হলেও বাদশাহী আমেজ ভর করেছিল

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৫ পিএম

ধণাঢ্য ব্যক্তিদের ব্যক্তিগত জেটবিমানে একাকী ভ্রমণের কথা শোনা যায়। শোনা যায় বিশেষ প্রয়োজনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ বিমানযাত্রারর কথা। কিন্তু আন্তর্জাতিক রুটের যাত্রীবাহী বিমানে একমাত্র যাত্রী? এমন ঘটনা খুব একটা শোনা যায় না। তেমনই একটি ঘটনা ঘটেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াগামী একটি বিমানে।

করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ধীরে ধীরে চালু হতে শুরু করেছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইটগুলো। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে ঢাকা-কুয়ালালামপুর রুটে যাত্রা করে বেসরকারি প্রতিষ্ঠান ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটও। এতে যাত্রী ছিলেন মাত্র ১ জন!

ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশন্স) কামরুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএস৩১৩ ফ্লাইটের ওই যাত্রীর নাম রাফসান জামি। একমাত্র যাত্রী হওয়া সত্ত্বেও তাকে নিয়েই উড়ে যায় ফ্লাইটটি। আর এজন্য ইউএস বাংলা কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। 

তিনি বলেন, আমি আজকে মালয়েশিয়া যাচ্ছি। সবচেয়ে মজার ব্যাপার হলো ফ্লাইটে আমি একা। ইউএস বাংলাকে ধন্যবাদ।

যাত্রাপথে হয়ত রাফসানের মনে কিছুক্ষণের জন্য হলেও বাদশাহী আমেজ ভর করেছিল, নাকি তিনি মাঝগগনে ভয় পেয়েছিলেন? উত্তরটা তিনিই ভালো জানেন।

   

About

Popular Links

x