৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল। ডুডলের মাধ্যমে নারী দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।
গুগল সার্চ ইঞ্জিনের হোমপেজে ডুডলে একটি ছবি যোগ করা হয়েছে। ছবির ওপরে ক্লিক করলে চালু হবে একটি অ্যানিমেশন ভিডিও।
নারী দিবস ঘিরে প্রকাশিত ডুডলে সমাজে নারীদের বিশেষ অবদান ফুটে উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে পুরুষের হাতে হাত মিলিয়ে নারীরা এগিয়ে যাচ্ছে। বিভিন্ন পেশায় তারা সফলতার সঙ্গে অবদান রাখছে।
বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল। সার্চ বক্সের ওপর গুগলের নামের সঙ্গে সাধারণত দিবস বা ঘটনা সংশ্লিষ্ট একটি ছবি বা অ্যানিমেশন দিয়ে এ ডুডল প্রদর্শন করা হয়।