Friday, May 31, 2024

সেকশন

English
Dhaka Tribune

ভারতে কিম কার্দাশিয়ানের সঙ্গে মিল রেখে গরুর নাম

এই উদ্যোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া এখনও দেননি কিম

আপডেট : ১০ মে ২০২১, ০৪:২৪ পিএম

মডেল-অভিনেত্রী রিয়ালিটি স্টার কিম কার্দাশিয়ানের নামের সঙ্গে মিল রেখে একটি গরুর নাম রাখল ভারতীয় সংস্থা পিপল ফর দি এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস (পিইটিএ) সংস্থা। 

সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, ভারতে এই সংস্থাটির শাখা সম্প্রতি এক সদ্য মা হওয়া গরুর নাম রাখে “কিম কাউডাশিয়ান”। বিশ্বখ্যাত তারকার সম্মানেই এই উদ্যোগ পিইটিএর। 

কয়েকদিন আগেই ইনস্টাগ্রামে এক আকর্ষণীয় ছবি পোস্ট করে কিম জানিয়েছিলেন, তার ফিট ও পারফেক্ট ফিগারের রহস্য লুকিয়ে ভেগান ফুডে। 

কিম শুধু নিরামিশাষীই নন, বরং ভেগান অর্থাৎ ডেয়ারি-ফ্রি ফুড খেতে পছন্দ করেন এবং সেই ধারার খাবার খেতে সবাইকে উৎসাহিতও করেন। মাঝে মাঝেই নিজের ভেগান মেনু শেয়ার করে নিজের ফ্যানদেরও এই ডায়েট অনুসরণ করতে উৎসাহ দেন তিনি।

দুধ বর্জিত প্ল্যান্ট বেসড ডায়েট নিয়ে মানুষকে অনুপ্রাণিত করার জন্যই কিম কার্দাশিয়ানকে ধন্যবাদ জানিয়েছে পিইটিএ। তবে এই উদ্যোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া এখনও দেননি কিম।

About

Popular Links