Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

দেড় বছর ধরে মন্দিরে ‘সাধু’ সেজে লুকিয়ে ছিল ধর্ষণ মামলার আসামি!

ভারতের উত্তরপ্রদেশের চান্দৌলি জেলায় দেড় বছর লুকিয়ে থাকার পর তাকে গ্রেফতার করে পুলিশ

আপডেট : ০৪ জুন ২০২১, ০৭:১৪ পিএম

গত দেড় বছরের বেশি সময় ধরে নিজেকে ‘সাধু’ হিসেবে পরিচয় দিয়ে মন্দিরে লুকিয়ে ছিলেন ৫০ বছর বয়স্ক সত্যেন্দ্র শুক্ল নামে একব্যক্তি। প্রায় ২ বছর ভারতের উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার লুকিয়ে থাকার পর ওই ব্যক্তিকে মন্দির থেকে তাকে গ্রেফতার করে দেশটিরপুলিশ।

আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, অভিযুক্ত ওই ব্যক্তিমধ্যপ্রদেশের সভাপুর থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা। ২০১৯ সালের মার্চ মাসে তার বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। তার পর থেকেই নিখোঁজ ছিল সে। ঘটনা নিয়ে সভাপুর থানার পুলিশ জানিয়েছে, কালোজাদুর মাধ্যমে সমস্যা সমাধানের করবে বলে সেই নাবালিকাকে ধর্ষণ করেছিল অভিযুক্ত। মামলা দায়ের হয়েছিল। কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি।

জেলার সাভাপুর থানার পুলিশ কর্মকর্তা চান্ডেল বলেছেন, ‘‘অভিযুক্তকে গ্রেফতার করতে না পেরে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। অনেক জায়গায় তল্লাশি চালিয়েও আমরা তার খোঁজ পাইনি। অবশেষে চান্দৌলি জেলার একটি মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।’’ সাইবার বিভাগের সহযোগিতায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

   

About

Popular Links

x