মেয়েদের বিয়ের বয়স হয়ে গেলে সবচেয়ে বেশি চিন্তায় থাকেন বাবারা। উপযুক্ত পাত্র খুঁজতে কতো কি উপায় বের করেন মেয়ের বাবারা। এমনকি বিজ্ঞাপনও দেন খবরের কাগজে। তাই বলে টিকা গ্রহনকারী পাত্র চেয়ে কেউ কোনোদিন বিজ্ঞাপন দিয়েছেন বলে জানা যায় নি। এবার সেই কাজটিই করেছেন ভারতের এক ব্যক্তি।
গোয়ার পঁয়তাল্লিশ বছরের সাভিয়ো ফিগেরিদো দুই কন্যার পিতা। গত ৪ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ২৪ বছর বয়সী মেয়ের জন্য রোমান, ক্যাথলিক উপযুক্ত পাত্র চেয়ে পোস্ট দেন তিনি। তবে শর্ত হচ্ছে, পাত্রের করোনাভাইরাসের কোভিশিল্ড ভ্যাকসিনের দু’টি ডোজ়ই নেওয়া থাকতে হবে। আর তার মেয়েরও টিকার দু’টি ডোজ় নেওয়া রয়েছে বলেই উল্লেখ করেন তিনি।
তবে সাভিয়ো’র মতে, সবার মাঝে টিকা নেওয়ার গুরুত্ব বোঝানোর জন্যই এমন কান্ড করেছেন তিনি।
এ বিষয়ে কংগ্রেস সাংসদ শশী তারু টুইট করে বলেন, “ভ্যাকসিন-প্রাপ্ত কন্যার জন্য ভ্যাকসিন-প্রাপ্ত পাত্র চাইছেন এক বাবা! এটাই কি আমাদের “নিউ নরমাল” হতে যাচ্ছে?
মঙ্গলবার (৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ফোনে সাভিয়ো বলেন, ‘‘আমি গত তিন-চার দিনে শ্রীলঙ্কা এমনকি আমেরিকা থেকেও ফোন পেয়েছি আগ্রহী পাত্রদের থেকে। সবাই আমার মেয়েকে বিয়ে করতে চায়। আমার মজাই লাগছে।”
পেশায় ওষুধের দোকানদার সাভিয়ো জানান, মানুষের মন থেকে টিকার ভয় দূর করতেই এমন অভিনব ফন্দি তার।