Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় ইউল্যাব

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ডব্লুউইউআরআই’র প্রতিষ্ঠাতা পরিচালক, প্রকল্প প্রধান এবং সিওল ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মুন শ্বে-চ্যাং এ ঘোষণা দেন

আপডেট : ১২ জুন ২০২১, ০৮:২৮ পিএম

২০২১ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট (ডব্লিউইউআরআই) র‍্যাংকিং অনুয়ায়ী বিশ্বের শীর্ষ ১০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। 

বৃহস্পতিবার (১০ জুন) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে একটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ডব্লিউইউআরআই’র প্রতিষ্ঠাতা পরিচালক, প্রকল্প প্রধান এবং সিওল ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক মুন শ্বে-চ্যাং এ ঘোষণা দেন।

ইউল্যাবই একমাত্র বাংলাদেশি বিশ্ববিদ্যালয় যেটি এ বছর বিশ্বের শীর্ষ ১০০টি উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের ভেতর স্থান করে নিলো।

ডব্লিউইউআরআই এ তালিকাটির সঙ্কট ব্যবস্থাপনায় ২৭তম, উদ্যোগী চেতনায় ২৮ তম এবং নীতি ও অখণ্ডতায় ৩৯তম স্থান অর্জন করেছে ইউল্যাব।

ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শামসাদ মর্তুজা এই সাফল্যের পেছনে ইউল্যাব পরিবারের স্থিতিস্থাপকতা এবং সবার একত্রে কাজের প্রশংসা জানিয়ে বলেন, “এ অর্জন বাংলাদেশের উচ্চশিক্ষার বাস্তুশাস্ত্র পরিবর্তনের জন্য আমাদের প্রতিশ্রুতিবদ্ধতাকে আরও মজবুত করে তুলবে।”

   

About

Popular Links

x