দেশের আবারও হু-হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। ভয়াবহতা ঠেকাতে সরকার জারি করেছে লকডাউন। তবে সাধারণ মানুষের যেন এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। তাদের যেমন রয়েছে মাস্ক পরিধানের প্রতি অনীহা, তেমনই নেই স্বাস্থ্যবিধির কোনো বালাই। এ সমস্যা সমাধান আরও সচেতনতা সৃষ্টি প্রয়োজন বলে মনে করেন নবাব (৩০)।
পেশায় চাকরিজীবী নবাব। এরই মধ্যে সময় বের করে সামাজিক সচেতনতা তৈরি করতে শরীরে করোনাভাইরাস প্রতিরোধের বিভিন্ন চিত্র, শব্দ ও বাধ্য লিখে রাজধানীর বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরছেন তিনি। মানুষের মাঝে নিজের টাকায় কেনা মাস্ক বিতরণ করে যাচ্ছেন। এতে যদি একটুও উপকার হয়, সেটাই সার্থকতা।
ছবিগুলো রাজধানীর শাহবাগ এলাকা থেকে তুলেছে ঢাকা ট্রিবিউনের ফটোসাংবাদিক মেহেদী হাসান।