পুলিশের বাড়িতে মূল্যবান সামগ্রী ও টাকা চুরি করে পালিয়ে যাওয়ার আগে ক্ষমা চেয়ে একটি চিঠি রেখে গেছে চোর। এতে লেখা রয়েছে, এক বন্ধুর জীবন বাঁচাতে এই চুরি করতে হয়েছে, চুরি করা অর্থ ফিরিয়ে দেওয়া হবে। ভারতের মধ্য প্রদেশে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি স্থানীয় পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ছত্তিশগড়ে কর্মরত এক পুলিশ সদস্যের বাড়িতে এ চুরির ঘটনা ঘটেছে। তার পরিবার বিন্ড শহরের বসবাস করে।
পুলিশ জানিয়েছে, ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, “দুঃখিত বন্ধু, এ ছাড়া উপায় ছিল না। আমি যদি এটা না করতাম তবে আমার বন্ধুটি প্রাণ হারাতো। চিন্তা করবেন না, টাকা পাওয়ার সাথে সাথেই আমি তা ফিরিয়ে দেব।” চোর স্বর্ণ ও রূপার কিছু অলঙ্কার নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, পরিবারের কোনো সদস্য এর সাথে জড়িত থাকতে পারে।
প্রসঙ্গত, পুলিশ সদস্যের স্ত্রী ও সন্তান এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলো। তারা সোমবার (৫ জুলাই) রাতে বাড়িতে ফিরে দেখতে পান ঘরের তালা ভাঙা এবং জিনিসপত্র সব অগোছালোভাবে পড়ে আছে।
এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে।