Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস কেড়ে নিলো ঢাকা ট্রিবিউনের মামুনকে

গত বৃহস্পতিবার মামুনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়

আপডেট : ০১ আগস্ট ২০২১, ০৫:৩২ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা ট্রিবিউনের আইটি বিভাগের তরুণ কর্মী মামুন হোসেন (২৬)।

রবিবার (১ আগস্ট) ভোর ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত বৃহস্পতিবার মামুনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকেই তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। 

কিন্তু শনিবার হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি হলে দিবাগত রাত ১টার দিকে তাকে রাজধানীর বেটার লাইফ হসপিটালে নেওয়া হয়।

মামুনের গ্রামের বাড়ি পটুয়াখালীতে। তিনি শিশুসন্তান, স্ত্রী, মাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। সাড়ে চার বছর ধরে তিনি ঢাকা ট্রিবিউনের সঙ্গে ছিলেন।

মামুনকে পটুয়াখালীতে দাফন করা হবে বলে জানিয়েছেন তার আত্মীয় সালাম।

তরুণ এই কর্মীর মৃত্যুতে শোক এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ঢাকা ট্রিবিউন পরিবার।

এক শোকবার্তায় সম্পাদক জাফর সোবহান বলেন, “এই দুঃখ ভারাক্রান্ত সময়ে মামুনের পরিবারের পাশে আছি আমরা। তরুণ বয়সে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নেওয়া যায় না। এই দুঃসময়ে তাদের জন্য সর্বোচ্চ সহায়তা করব আমরা।”

গত বছর দেশে মহামারির শুরু থেকেই কর্মীদের ঘরে থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) সুবিধা দিয়ে আসছে ঢাকা ট্রিবিউন। যা এখনও অব্যাহত।

About

Popular Links