বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১১ টি স্থায়ী পদে মোট ২১ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদ সংখ্যা: ২১ টি
আবেদন করতে হবে : ডাকযোগে
ঠিকানা : মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, রমনা, ঢাকা
শিক্ষাগত যোগ্যতা, পদসংখ্যা ও অভিজ্ঞতা
১/ সহকারী পরিচালক (প্রোগ্রাম প্রডাকশন, সংগীত) (২২,০০০-৫৩,০৬০/-) ০১ টি সংগীত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। ৭ বছরের অভিজ্ঞতা।
২/ সহকারী পরিচালক (প্রোগ্রাম প্রডাকশন, নৃত্য) (২২,০০০-৫৩,০৬০/-) ০১ টি নৃত্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। ৭ বছরের অভিজ্ঞতা।
৩/ লাইট ডিজাইনার (২২,০০০-৫৩,০৬০/-) ০১ টি স্নাতক ডিগ্রি। ৭ বছরের অভিজ্ঞতা। নাট্যকলা/লাইট ডিজাইনার এ ডিপ্লোমা।
৪/ সহকারী সচিব (২২,০০০-৫৩,০৬০/-) ০১ টি স্নাতকোত্তর ডিগ্রি। ৭ বছরের অভিজ্ঞতা।
৫/ সহকারী পরিচালক (পি.এস) (২২,০০০-৫৩,০৬০/-) ০১ টি স্নাতকোত্তর ডিগ্রি। ৭ বছরের অভিজ্ঞতা।
৬/ কালচারাল অফিসার (২২,০০০-৫৩,০৬০/-) ০৭ টি স্নাতক ডিগ্রি। ১০ বছরের অভিজ্ঞতা।
৭/ সেট ডিজাইনার (২২,০০০-৫৩,০৬০/-) ০১ টি স্নাতক ডিগ্রি। ১০ বছরের অভিজ্ঞতা। নাট্যকলা/চারুকলায় এ ডিপ্লোমা।
৮/ যন্ত্রশিল্পী (২২,০০০-৫৩,০৬০/-) ০৪ টি এসএসসি পাশ। ০৩ বছরের অভিজ্ঞতা, ০৪ বছরের প্রশিক্ষণ।
৯/ নৃত্যশিল্পী (২২,০০০-৫৩,০৬০/-) ০২ টি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ০৪ বছরের অভিজ্ঞতা।০৫ বছরের প্রশিক্ষণ।
১০/ কণ্ঠশিল্পী (১৬,০০০-৩৮,৬৪০/-) ০১ টি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ০৫ বছরের অভিজ্ঞতা।
১১/ নৃত্যশিল্পী (জুনিয়র) (১২,৫০০-৩০,২৩০/-) ০১ টি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। ০৩ বছরের প্রশিক্ষণ।