Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

একটি কয়েনের মূল্য ১২ কোটি টাকা!

কয়েনটি প্রায় ১৩৬ বছর পুরোনো বলে ধারণা করা হচ্ছে

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৪ পিএম

কখনও ভেবেছেন, এক রূপির কয়েন বেচলে প্রায় ১২ কোটি টাকা পাওয়া সম্ভব! কিন্তু এমনই এক ঘটনা ঘটেছে পার্শ্ববর্তী দেশ ভারতে। সেখানে নিলামে ওঠে ভারতের একটি এক টাকা মূল্যের কয়েন। যার দাম উঠেছে প্রায় ১২ কোটি টাকা। 

জানা গেছে, কয়েনটি প্রায় ১৩৬ বছর পুরোনো এবং দেখতে এখনকার ভারতীয় এক টাকার কয়েনের চাইতে কিছুটা বড়। 

মুদ্রাটির এক পিঠে খোদাই করা আছে, ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়ার ছবি এবং অন্য পিঠে রয়েছে "ওয়ান রুপি ইন্ডিয়া ১৮৮৫"। 

এ থেকে ধারণা করা যায় যে, ভারতে ব্রিটিশ শাসনকালে ১৮৮৫ সালে কয়েনটি বানানো হয়েছিল। সেই সময়কালের কয়েনটিই নিলামে উঠেছে।

এর আগে, গত জুন মাসে ১৯৩৩ সালের আমেরিকার একটি কয়েন বিক্রি হয়েছিল এক কোটি ৮৯ লক্ষ ডলারে, যার বাংলাদেশি মূল্য ১৬০ কোটি টাকারও বেশি।

About

Popular Links