Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

এবার ধানমন্ডিতে পুমা’র নতুন ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা

রবিবার (২৬ সেপ্টেম্বর) ধানমন্ডি-২৭ এ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে গ্লোবাল এই ব্র্যান্ডটি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৯ এএম

বিশ্বের তৃতীয় গ্লোবাল স্পোর্টস ব্র্যান্ড পুমা’র নতুন ফ্ল্যাগশিপ স্টোর এবার যাত্রা শুরু করেছে ধানমন্ডি ২৭ এ। 

রবিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার আনুষ্ঠানিকভাবে ধানমন্ডি-২৭ এ কার্যক্রম শুরু করেছে গ্লোবাল এই ব্র্যান্ডটি।

বাংলাদেশে পুমার এক্সক্লুসিভ ফ্রেঞ্চাইজি পার্টনার ডিবিএল গ্রুপের মাধ্যমে ধানমন্ডি ২৭ এর নতুন স্টোরটি লঞ্চ করা হয়েছে। 

৭০ বছর ধরে বিশ্বের ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক ও প্রয়োজনীয় এবং গতিশীল পণ্য উৎপাদন করে আসছে পুমা। 

খেলাধূলা সরঞ্জামের ওপর জোর দিলেও স্পোর্টস, স্পোর্টস স্টাইল এবং রানিং, ট্রেনিং ও ফিটনেস লাইনআপের অধীনে থাকা পুমা’র সব পণ্যই পাওয়া যাবে নতুন আউটলেটটিতে। যার মধ্যে রয়েছে নানা রকম জুতা, টি-শার্ট, পোলো শার্ট, ব্যাগ প্যাক, ট্রাভেল ব্যাগ, হাত ব্যাগ, জ্যাকেট, ক্যাপ, স্পোর্টস ব্যাগ, রানিং শু, ওয়াকিং শু ইত্যাদি।

বিপুল জনপ্রিয়তার ধারা অব্যাহত রাখতে ঢাকায় আরও বেশকয়েকটি স্থানে পুমা’র নিজস্ব স্টোর লঞ্চের পরিকল্পনাও রয়েছে বলে ডিবিএল গ্রুপ পক্ষ থেকে জানানো হয়েছে।

উদ্বোধনের সময় ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান এম এ রহিম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ কাদের এবং ডিবিএল গ্রুপের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


About

Popular Links