ত্বকের যত্নে প্রতিদিন ময়েশ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। ত্বকের সামন্যতম যত্ন না নিলে কম বয়সেই দেখা দিতে পারে বলিরেখা।
কিন্তু কোন ময়েশ্চারাইজার কিনবেন? কোনটা আপনার ত্বকের জন্য ভালো এবং মানানসই হবে তা কীভাবে জানবেন?
যদি সেই চিন্তায় আপনি ময়েশ্চারাইজার না ব্যবহার করে থাকেন, তবে ঘরোয়া উপায়েই প্রাকৃতিক উপাদান ব্যবহারের মাধ্যমে ত্বকের আর্দ্রতা বাড়াতে পারেন।
বাজার থেকে কেনা ময়েশ্চারাইজারের মতোই এগুলো আপনার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করবে। পাশাপাশি আপনি ক্ষতিকর কেমিক্যাল থেকেও সুরক্ষা পাবেন।
আসুন জেনে নিই কী কী ধরনের উপাদান আপনার ত্বকের আর্দ্রতা বাড়াতে পারে
দুধ: ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য দুধ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে, একটি পরিষ্কার কাপড় দুধে ভিজিয়ে নিয়ে তা ভালোভাবে মুখে মাখার পর কিছুক্ষণ রেখে শুকিয়ে নিন।
তেল: নারকেল তেল কিংবা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। তাতে মুখের আর্দ্রতা বাড়বে।
মধু: মধুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। মুখে মধু লাগালে তা লোমকূপের ময়লা পরিষ্কার করতে সহায়তা করে। সেক্ষেত্রে মুখে সরাসরি মধু ব্যবহার করতে পারেন। কিংবা দুধের সঙ্গে একটু মধু মিশিয়েও মুখে লাগাতে পারেন।