Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

শেষমেশ হবু শ্বশুরকে বিয়ে

বিয়েতে রাজি হয়ে যান কনে স্বপ্নাও। ওই দিনেই ৬৫ বছর বয়সী হবু শ্বশুরের সঙ্গে মালাবদল করেন তিনি।  

আপডেট : ২৯ অক্টোবর ২০১৮, ০৮:৪৫ পিএম

ঘটনা চলতি অক্টোবরের। ভারতের বিহার রাজ্যে সেদিন বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল স্বপ্না (২১) নামের এক নারীর। বিয়ে হয়েছিল। কিন্তু বরের সঙ্গে নয়, হবু শ্বশুরের সঙ্গে। 

সংবাদমাধ্যম উড়িষ্যা পোস্টের খবরে বলা হয়, লগ্ন অনুযায়ী বিয়ের দিন রাজ্যের সমস্তিপুর এলাকায় কনের বাড়িতে হাজির হন বরপক্ষ। এমন সময়ে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান বর।    

এতে বেশ বিপত্তির মুখে পড়ে দুই পক্ষই। শেষমেশ নিজের সম্মান বাঁচাতে আজব এক সিদ্ধান্ত নেন কনের বাবা। তিনি মেয়েকে বরের বাবা রোশানের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দেন। প্রস্তাবে রাজিও হন রোশান। 

এমন পরিস্থিতিতে কোনো পথ খোলা না পেয়ে বিয়েতে রাজি হয়ে যান কনে স্বপ্নাও। ওই দিনেই ৬৫ বছর বয়সী হবু শ্বশুরের সঙ্গে মালাবদল করেন তিনি।  

   

About

Popular Links

x