Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

শবে মেরাজ ২৮ ফেব্রুয়ারি, ছুটি ১ মার্চ

বুধবার সন্ধ্যায় হিজরি রজবের মাসের চাঁদ দেখা গেছে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১০:২০ পিএম

চাঁদ দেখার ভিত্তিতে দেশে আগামী ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শবে মেরাজ পালিত হবে। সেক্ষেত্রে ছুটি থাকবে পরদিন ১ মার্চ।

জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, বুধবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হিজরি রজবের মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার থেকে এই মাস গণনা শুরু হবে।

বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান।

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম মিয়া, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, সরকারি মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মো. আলমগীর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ।

শবে মেরাজে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকে। তবে সরকারি প্রতিষ্ঠানে দিনটি ঐচ্ছিক ছুটির।

শবে মেরাজ মুসলমানদের কাছে বিশেষ মর্যাদার দিন। ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, হজরত মুহাম্মদ (সা.) নব্যুয়ত লাভের দশম বছরে (৬২০ খ্রিস্টাব্দ) ২৭ রজব রাতে ঊর্ধ্বাকাশে গিয়ে আল্লাহর সাক্ষাৎ পেয়েছিলেন।

এই রাতে ধর্মপ্রাণ মুসলিমরা নফল ইবাদত করে। অনেকে নফল রোজাও রাখে।

   

About

Popular Links

x