মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে দেবী সরস্বতী জগতে আসেন। বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী। প্রতিবারের মতো এবারও ব্র্যাক ইউনিভার্সিটিতে ৫ ফেব্রুয়ারি, শনিবার সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পূজার কার্যক্রম শুরু হয়। এরপর শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীসহ অন্যান্যরা স্বতঃস্ফূর্তভাবে পঞ্চমী তিথিতে শ্বেতবসনা, বাগ্দেবী সরস্বতী দেবীকে অঞ্জলি দেন।
এ সময় পূজামণ্ডপ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.ডেভিট ডাউল্যান্ড ও অন্যান্য কর্মকর্তারা।
কোভিড পরিস্থিতিতে পূজা প্রাঙ্গণে সবার মাস্ক পরা, সামাজিক দূরত্বসহ সব ধরনের বিধিনিষেধ সঠিকভাবে পালনের ভূয়সী প্রশংসা করেন রেজিস্ট্রার। কোভিডের কারণে এবার পূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখা হয়।
সামগ্রিক আচার-অনুষ্ঠান শেষ করে সন্ধ্যায় প্রতীমা বিসর্জন দেওয়া হয়।