হিন্দু সম্প্রদায়ের কাছে গরু পবিত্র প্রাণী। এই বিশ্বাস থেকেই ভারতে ছুটে চলা এক পাল গরুর নিচে শুয়ে থেকেছেন কয়েকজন ব্যক্তি। গরুর শক্ত ক্ষুর আর ভারী ওজনের যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাদের। এর ফলে ভাগ্য প্রসন্ন হবে এমন আশাই তাদের।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদন এমনই এক ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওটি ধারণ করা হয়ে মধ্য প্রদেশ রাজ্যের উজাইন এলাকায়। কিছুদিন আগে শেষ হওয়া দিওয়ালিতে এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন লোক মাটিয়ে উপুড় হয়ে শুয়ে পড়েন। এরপর তাদের ওপর দিয়ে একপাল গরু চলে যায়। উৎসব উপলক্ষে সেগুলোকে মালা, জরি ও মেহেদি দিয়ে সাজানো ছিল।
মিররের খবরে বলা হয়, ওই ঘটনায় অনেকেই শরীরে আঘাত পান। তবে তাদের বিশ্বাস শরীরের ক্ষত সেরে যাবে। এ ছাড়া এই কাজের ফলে তাদের পরিবার ও এলাকার ভাগ্যে ও ধনসম্পদে সুফল আসবে।