Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

ইন্টারনেটে ঝড় তুলেছে ‘আমের ম্যাগি নুডলস’!

অনেকেই এই রেসিপি দেখে মন্তব্য করেছেন, এটি পৃথিবীর নাকি অন্য কোনো গ্রহের খাবার!

আপডেট : ১৬ মে ২০২২, ১১:৫০ এএম

মানুষ নিত্য নতুন স্বাদের খাবারের পদ আবিষ্কারের চেষ্টা করে। এর মধ্যে কিছু রেসিপি খেতে ভালো হলেও অনেক গুলোই হাস্যরসের সৃষ্টি করে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমনই হাসির উদ্রেক ঘটিয়েছে ভারতের জনপ্রিয় একটি “স্ট্রিট ফুড”। নুডলস ব্র্যান্ড ম্যাগি ও আম দিয়ে তৈরি এই খাবারটি ভারতীয়দের কাছে স্বাভাবিক হলেও অনেকের কাছেই অদ্ভুত মনে হয়েছে।

শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের মধ্যেও আমের সঙ্গে নুডুলসেরীই সংমিশ্রণটি হজম করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

দ্য গ্রেট ইন্ডিয়ান ফুডি নামে ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক নারী ফ্রাইং প্যানে ম্যাজিক মসলা এবং পানি দিয়ে সাধারণ রেসিপি দিয়েই ম্যাগি নুডলস রান্না করছেন। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি এতে আমের জুস ঢেলে দেন এবং প্লেটে গরম গরম নুডলস পরিবেশন করার আগে আমের টুকরা ছড়িয়ে দেওয়া হয়।

পোস্ট করা পর থেকেই ভিডিওটি ইনস্টাগ্রামে দেড় লাখেরও বেশি ভিউ এবং ৫ হাজারেও বেশি লাইক পেয়েছে।

অনেকের কাছেই এই রেসিপিটি অদ্ভুত মনে হলেও কেউ কেউ পোস্টে কোথায় এই নুডলস পাওয়া যায় জানতে চেয়ে মন্তব্যও করেছেন।

কেউ আবার মজা করে লিখেছেন, এটি পৃথিবীর নাকি অন্য কোনো গ্রহের খাবার!

প্রসঙ্গত, জনপ্রিয় বহুজাতিক খাবারের ব্র্যান্ড ম্যাগি নুডলস ছাড়াও মশলা, স্যুপের জন্য জনপ্রিয়। 

ভারত ছাড়াও বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, পাপুয়া নিউ গিনি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং মালদ্বীপে জনপ্রিয় নাস্তা হিসেবে পরিচিত ম্যাগি নুডলস।

About

Popular Links