ভবিষ্যতবাণী আর দৈব্যতার দেখা তো মেলে গ্রীকপুরাণে। হোমারের সেই বিখ্যাত বীর একিলিসের নামে নামকরণেই কি তবে এমন ভবিষ্যতবাণীর গুণ পেয়েছে বিড়ালটি?
সেইন্ট পিটার্সবার্গের বিড়ালটি তার মনোস্তাত্ত্বিক অদ্ভুত শক্তির জন্য স্থানীয়দের কাছে পরিচিত হয়ে উঠছে। তার বর্তমান আবাস হার্মিটেজ মিউজিয়ামে। বিড়ালটির সামনে দুইটি খাবারের বাটি রেখে তার পাশে দু’দেশের পতাকা রাখলে সে খাবারে মুখ দিয়ে সে তার ভবিষ্যতবাণী করে। কানে শুনতে না পাওয়ায় বিড়ালটিকে পতাকা নির্বাচনের সময় কোনো শব্দ করে বিচলিত করা সম্ভব নয়।
প্রথম ম্যাচের ফলাফলে রাশিয়াকে নিশ্চিন্ত করেছে একিলিস। পরিসংখ্যানে একবার দেখায় সৌদি আরব এগিয়ে থাকলেও বর্তমান ফর্ম ও ঘরের মাঠের বাড়তি সুবিধা রাশিয়াকেই এগিয়ে রাখছে।
এর আগে ২০১০ বিশ্বকাপে ভবিষ্যত বক্তা হিসেবে জনপ্রিয় হয়েছিল অক্টোপাস ‘পল’।