Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

বনানীতে পেয়ালা ক্যাফের নতুন ফ্ল্যাগশিপ স্টোর

রাজধানীর বনানীতে নিজেদের নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করেছে পেয়ালা ক্যাফে

আপডেট : ১৯ জুলাই ২০২২, ০৮:৪২ পিএম

রাজধানীর বনানীতে নিজেদের নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করেছে পেয়ালা ক্যাফে। এতে চাটগাঁইয়া মশলাদার মেজবান থেকে শুরু করে সিঙ্গাপুরের হকার্স সেন্টারের সঁতেসহ পৃথিবীর ভিন্ন ভিন্ন প্রান্তের সেরা সব স্বাদের খাবার থাকবে।

রবিবার (১৭ জুলাই) উদ্বোধন হওয়া নতুন সাজের পেয়ালা আউটলেটের মেন্যুতেও থাকবে নতুনত্ব। নতুন রেসিপি হিসাবে পেয়ালা মেন্যুতে আরও যোগ হচ্ছে লাহোরি চিকেন কড়াই, বার্গার, বড় ম্যাক, ম্যাঙ্গো লাচ্ছির ফিলিং-এ ক্রোসান্ট এবং  ডোনাটের মিশ্রণে তৈরি ম্যাঙ্গো লাচ্ছি ক্রোনাট।

পেয়ালার বহুল পরিচিত ডেজার্ট আর দারুণ প্লেলিস্ট, ঠাণ্ডা বা গরম পেয়ালা হাতে ব্যস্ত শহরের মানুষকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেবে। সঙ্গে গোলাবজামুন ব্যাস্ক চিজকেক, বোস্টন ব্রাউনি আর দাদীর সেমাইয়ের মাঝে মিশে থাকা পেয়ালার সৃজনশীলতা আর নতুনত্ব আছেই।

বনানী-১১ এর পাশাপাশি পেয়ালা ফ্ল্যাগশিপ স্টোর গুলশান অ্যাভিনিউ এবং কাওরওয়ান বাজারেও আছে।

About

Popular Links