রাজধানীর পুরানা পল্টনে দৈনিক বাংলার মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লাবাহী গাড়ির ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম বাদশা মিয়া (৫৫)। শনিবার (১২ মে) বিকাল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। তিনি উত্তরার জয়নাল মার্কেট এলাকায় থাকতেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী পথচারী রনি বলেন, ‘বাদশা মিয়া রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লাবাহী গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে তিনি মাথায় আঘাত পান। বিকাল পৌনে ৫টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। রাত সোয়া ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
মতিঝিল থানার ডিউটি অফিসার এসআই মিজান বলেন, ‘সিটি করপোরেশনের গাড়িটি আটক করা হয়েছে। ঘটনার পরই চালক পালিয়ে যান। এখনও কোনও মামলা হয়নি।’