Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

সীমান্ত ব্যাংকে চাকরির সুযোগ

৩২ বছর বয়সীরাও আবেদন করতে পারবেন

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১২:০৪ পিএম

লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক লিমিটেডে । প্রতিষ্ঠানটি তাদের ক্যাশ বিভাগে লোকবল নিয়োগ দেবে। পদের নাম অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ৩২ বছর বয়সীরাও আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)

পদের সংখ্যা: নির্ধারিত নয়

আবেদন যোগ্যতা: বাণিজ্য বিভাগ থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হবে। সিজিপিএ কমপক্ষে ৩ পয়েন্ট থাকতে হবে। ব্রাঞ্চ ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট ও টেলারসংক্রান্ত কাজে কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন। 

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা ৮ অক্টোবরের মধ্য আবেদন করতে পারবেন। সীমান্ত ব্যাংক বাংলাদেশের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি আধাসামরিক বাহনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের আর্থিক সেবা এবং দেশের আপামর জনসাধারণের ব্যাংকিং সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। এটি বর্ডার গার্ড বাংলাদেশ দ্বারা পরিচালিত হয়।

   

About

Popular Links

x