রাজধানী ঢাকার কমলাপুর ও ক্যান্টেনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) মরদেহ দুটি উদ্ধার করা হয়।
ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ আহামেদ চৌধুরী।
তিনি বলেন, কমলাপুর স্টেশনের পাবলিক টয়লেট থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দুপুর ১টার দিকে লাশটিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানায়। পুলিশ উদ্ধার করে আড়াইটার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বাথরুমে গিয়ে স্ট্রোক করে মারা যেতে পারেন তিনি।
এদিকে, এদিন ভোর পৌনে ৬টার দিকে ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।
পুলিশের ধারণা, ভোরের দিকে কোনো ট্রেনে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়।
মরদেহগুলো উদ্ধারের ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।