Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

সঙ্গী পেতে বিলবোর্ডে বিজ্ঞাপন রুশ নারীর!

যুদ্ধ শুরুর পর নিষেধাজ্ঞার কারণে ‘ডেটিং অ্যাপে’ সঙ্গী খোঁজার সুযোগ নেই

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১০:২১ এএম

সঙ্গীশূন্যতা দূর করতে অভিনব এক কাণ্ড ঘটিয়েছেন এক রুশ নারী। দুই সন্তানের জননী মারিয়া মোলোনোভা একজন পুরুষ স্ঙ্গী পেতে বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে হইচই ফেলে দিয়েছেন।

ইউক্রেনের যুদ্ধ শুরুর পর নিষেধাজ্ঞার কারণে “ডেটিং অ্যাপে” রাশিয়ায় সঙ্গী খোঁজার সুযোগ নেই। তাই ২৬ বছর বয়সী মারিয়া সিদ্ধান্ত নেন, তিনি বিলবোর্ডে বিজ্ঞাপন দেবেন। 

এতে অবশ্য কাজও হয়েছে কাজ হয়েছে মারিয়ার।তার বিজ্ঞাপন দেখে সাড়া দিয়েছেন এক ধনকুবের। সেরহি খারকুশা নামের ওই ধনকুবের ইউক্রেনের নাগরিক হলেও থাকেন যুক্তরাষ্ট্রে। 

মারিয়াকে বিয়ের বিজ্ঞাপনের জবাবে তিনি বলেছেন, “ফিরে তাকান, আমি প্রস্তুত।”

মারিয়াকে বিয়ের প্রস্তাব বিষয়ে সেরহি খারকুশা সাংবাদিকদের বলেন, “যারা যুদ্ধ ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন করেন, আমি তাদের পছন্দ করি না। তবে রুশ নারীর সঙ্গে প্রেম করতে পারলে আমার ভালো লাগবে। আমার কাছের বন্ধুদের অধিকাংশই রাশিয়ার নাগরিক। আমি সেই মানুষদের সঙ্গে চলাফেরা করি, যাদের সঙ্গে আমার মেলে। আমি যুদ্ধ সমর্থন করি না।”

এ প্রস্তাবে অবশ্য কিছুটা বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন মারিয়া।

তিনি জানান, সেরহি খারকুশা নিজের প্রচারের জন্য এমনটা করেছেন। কারণ, তিনি এখনো মারিয়ার সঙ্গে যোগাযোগ করেননি। 

মারিয়া বলেন, “সেরহি খারকুশা কি সত্যি আমার সম্পর্কে জানতে চান? আমি দ্বিধায় রয়েছি। আমি খুশি হতাম, তিনি যদি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতেন।”

   

About

Popular Links

x