Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইঁদুর তাণ্ডবে নষ্ট লাখো রুপি

আপডেট : ১৯ জুন ২০১৮, ০৪:৩১ পিএম

ভারতের আসামে এটিএম-এর ভেতরে থাকা ১২.৩৮ লাখ রুপি নষ্ট করে ফেলেছে ইঁদুর। আসামের তিনসুকিয়া লাইপুলি অঞ্চলে এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী জানা গেছে, গত ১৯ মে ক্ষতিগ্রস্থ এটিএমটিতে এক প্রাইভেট সিকিউরিটি কোম্পানি মোট ২৯.৪৮ লাখ রুপি জমা রাখে এবং ২০মে থেকে মেশিনটি ‘আউট অফ সার্ভিস’ দেখানো শুরু করে।

পরবর্তীতে, ১১ জুন কোম্পানির তরফ থেকে এটিএম খোলার পর দেখা যায়, ভেতরে থাকা অর্থের অধিকাংশই নষ্ট করে ফেলেছে ইঁদুর। তবে ঠিক কীভাবে মেশিনটির ভেতর ইঁদুর ঢুকেছে, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, বিষয়টি তদন্তের জন্য তিনসুকিয়া পুলিশকে ইতোমধ্যেই এ ঘটনা সম্পর্কে জানানো হয়েছে।

   

About

Popular Links

x