Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাউবি’তে বিএমএড প্রোগ্রামের শিক্ষাক্রম বিস্তরণ ও দূরশিক্ষায় টিউটরিং শীর্ষক কর্মশালা

বাউবি এবং বিএমএড প্রোগ্রামের সমন্বয়কারীদের মধ্যে যোগাযোগের মাধ্যমে সেতুবন্ধুন তৈরি করে এ প্রোগ্রামটি এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০১ পিএম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএমএড প্রোগ্রামের শিক্ষাক্রম বিস্তরণ ও দূরশিক্ষায় টিউটরিং শীর্র্ষক কর্মশালা শুরু হয়েছে। এই কর্মশালার আয়োজন করেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশন।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। 

উপাচার্য বলেন, ৪র্থ শিল্পবিপ্লবে তথ্য-প্রযুক্তির যুগে বিশ্ব এগিয়ে যাচ্ছে। তার সাথে বাংলাদেশকেও তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে তথ্যপ্রযুক্তির ব্যবহার প্রয়োজন রয়েছে। 

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীরা যাতে অবদান রাখতে পারে তাদের সেভাবে শিক্ষা দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। 

অধ্যাপক ড. হুমায়ুন আখতার বলেন, বাউবি সবসময় আপনাদের পাশে রয়েছে। 

বাউবি এবং বিএমএড প্রোগ্রামের সমন্বয়কারীদের মধ্যে যোগাযোগের মাধ্যমে সেতুবন্ধুন তৈরি করে এ প্রোগ্রামটি এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য।

   

About

Popular Links

x