Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

খতম তারাবিতে যে নিয়মে সুরা তিলওয়াত করতে বললো ইসলামিক ফাউন্ডেশন

বাংলাদেশে দুই ধরনের তারাবির নামাজ প্রচলিত

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৩:৩৫ পিএম

চলছে সারাবিশ্বের মুসলমানদের কাছে পবিত্রতম মাস রমজান। এই মাসে রোজা রাখার পাশাপাশি বিশেষ একটি ইবাদত হলো তারাবির নামাজ।

বাংলাদেশে দুই ধরনের তারাবির নামাজ প্রচলিত। একটি হলো সুরা তারাবি এবং অন্যটি হলো খতম তারাবি। সুরা তারাবি হলো পূর্ণ কোরআন শরীফ না পড়ে বিভিন্ন সুরা দিয়ে ২০ রাকাত নামাজ আদায় করা। খতম তারাবি হলো রমজান মাসে সম্পূর্ণ কোরআন সহকারে তারাবি আদায় করা। উভয় পদ্বতিই ইসলাম অনুমোদন করে।

রমজান মাসে দেশের সব মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবি পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। 

ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী প্রতিদিনের তারাবির নামাজে কোরআনের নির্ধারিত অংশ পড়া নির্ধারণ করেছেন। যাতে যে কেউ দেশের যেকোনো মসজিদে তারাবির নামাজ আদায় করতে চাইলেও পরিপূর্ণ কোরআন তিলাওয়াত শোনা থেকে বঞ্চিত না হন।

দেশের সব মসজিদে খতমে তারাবির নামাজে প্রথম ছয় দিনে দেড় পারা করে ও পরবর্তী ২১ দিনে এক পারা করে তিলাওয়াতের অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

নিম্নোক্ত নিয়মে খতম তারাবি পড়ার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের

প্রথম দিন: সুরা ফাতিহা প্রথম আয়াত থেকে সুরা বাকারা ২০৩ আয়াত

দ্বিতীয় দিন: সুরা বাকারা ২০৩ আয়াত থেকে আলে ইমরান ৯১ নম্বর আয়াত

তৃতীয় দিন: সুরা আলে ইমরান ৯২ থেকে সুরা নিসা ৮৭ আয়াত

চতুর্থ দিন: সুরা নিসা ৮৮ থেকে সুরা মায়িদাহ ৮২ আয়াত

পঞ্চম দিন: সুরা মায়িদাহ ৮৮ থেকে সুরা আরাফ ১১ আয়াত

ষষ্ঠ দিন: সুরা আরাফ ১২ থেকে সুরা আনফাল ৪০ আয়াত

সপ্তম দিন: সুরা আনফাল ৪১ আয়াত থেকে সুরা তওবা ৯৩ আয়াত

অষ্টম দিন: সুরা তওবা ৯৪ আয়াত থেকে সুরা হুদ ৫ আয়াত

নবম দিন: সুরা হুদ ৬ আয়াত থেকে সুরা ইউসুফ ৫২ আয়াত

দশম দিন: সুরা ইউসুফ ৫৩ আয়াত থেকে সুরা হিজর ১ আয়াত

১১তম দিন: সুরা হিজর ২ আয়াত থেকে সুরা নহল ১২৮ আয়াত

১২তম দিন: সুরা বনি ইসরাইল ১ আয়াত থেকে সুরা কাহাফ ৭৪ আয়াত

১৩তম দিন: সুরা কাহাফ ৭৫ আয়াত থেকে সুরা তোহা ১৩৫ আয়াত

১৪তম দিন: সুরা আম্বিয়া ১ আয়াত থেকে সুরা হজ ৭৮ আয়াত

১৫তম দিন: সুরা মুমিন ১ আয়াত থেকে সুরা ফোরকান ৭৮ আয়াত

১৬তম দিন: সুরা ফোরকান ২১ আয়াত থেকে সুরা নমল ৫৯ আয়াত

১৭তম দিন: সুরা নমল ৬০ আয়াত থেকে সুরা আনকাবুত ৪৪ আয়াত

১৮তম দিন: সুরা আনকাবুত ৪৫ আয়াত থেকে সুরা আহজাব ৩০ আয়াত

১৯তম দিন: সুরা আহজাব ৩১ আয়াত থেকে সুরা ইয়াসিন ২১ আয়াত

২০তম দিন: সুরা ইয়াসিন ২২ আয়াত থেকে সুরা জুমা ৩১ আয়াত

২১তম দিন: সুরা জুমা ৩২ আয়াত থেকে সুরা হা–মিম সিজদা ৪৬ আয়াত

২২তম দিন: সুরা হা–মিম সিজদা ৪৭ আয়াত থেকে সুরা জাসিয়া ৩৭ আয়াত

২৩তম দিন: সুরা কাফ ১ আয়াত থেকে সুরা জারিয়াত ৩০ আয়াত

২৪তম দিন: সুরা জারিয়াত ৩১ আয়াত থেকে সুরা হাদিদ ২৯ আয়াত

২৫তম দিন: সুরা মুজাদালা ১ আয়াত থেকে সুরা তাহরিম ১২ আয়াত

২৬তম দিন: সুরা মুলক ১ আয়াত থেকে সুরা মুরসালাত ৫০ আয়াত

২৭তম দিন: সুরা নাবা ১ আয়াত থেকে সুরা নাস ৬ আয়াত

   

About

Popular Links

x