Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

আজ ‘স্বামী সমাদর’ দিবস

প্রতিবছরের এপ্রিলের তৃতীয় শনিবার পালিত হয় ‘হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে’

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০১:৪১ পিএম

“সংসার সুখের হয় রমনীর গুণে” এমন প্রচলিত প্রবাদের দিন ফুরিয়েছে। এখন মানুষ বিশ্বাস করে “সংসার সুখের হয় স্বামী-স্ত্রী দুজনের গুণে”। স্বামী–স্ত্রী দুজনকেই দক্ষ হাতে সংসার সামলাতে হয়। তবে আজকের দিনটি স্ত্রীদের জন্য বিশেষভাবে স্বামীর কাজের প্রশংসা বা মূল্যায়নের দিন। ইংরেজিতে বলে “হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে”।

সাধারণত প্রতিবছরের এপ্রিলের তৃতীয় শনিবার এটি পালিত হয়।

স্বামী সমাদরের এই দিবসে সমাদর পেতে স্বামীর ভেতর বেশ কিছু গুণ থাকা জরুরি। যেমন স্বামী অত্যন্ত পরিশ্রমী হবেন, তিনি একজন নিঃস্বার্থ প্রেমিক ও বন্ধু হবেন, স্ত্রীকে খুশি রাখতে পারবেন, হাসাতে পারবেন এবং স্ত্রীর স্বপ্ন পূরণে হবেন যথেষ্ট সহায়ক ও আন্তরিক। 

স্ত্রীরা আজকের এই দিনে স্বামীদের বিশেষ কোনো উপহার দিতে পারেন। তার পছন্দের কোনো খাবার রান্না করে খাওয়াতে পারেন।

তবে এমন দিবস যে শুধু স্বামীদের জন্য রয়েছে, বিষয়টি তেমন নয়। মাস কয়েক পরই আসছে “ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে” অর্থাৎ স্ত্রী সমাদর দিবস। সেপ্টেম্বরের তৃতীয় শনিবারে এই দিবস।

About

Popular Links