বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের এক পথের ভ্রমণ ব্যয়ের জন্য মঞ্জুরি প্রদান করবে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আওতাধীন বাংলাদেশ-সুইডেন ট্রাস্ট ফান্ড।
যেসব বাংলাদেশি শিক্ষার্থী ২০২২ সালের ১ এপ্রিল থেকে এ বছরের ৩১ মার্চের মধ্যে বিদেশে উচ্চশিক্ষার জন্য (স্নাতক, স্নাতকোত্তর কিংবা পিএইচডি) পূর্ণ বা আংশিক বৃত্তিপ্রাপ্তির মাধ্যমে বিদেশে গেছেন, তারা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে।
- উচ্চশিক্ষায় বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় বৃত্তির সুযোগ
- জাপানে বিনা খরচে ইন্টার্নশিপের সুযোগ
- ২০২৩ শিক্ষাবর্ষে নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ
- ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাজ্যের এসেক্স ইউনিভার্সিটিতে বৃত্তি নিয়ে পড়ার সুযোগ
- ২০২৩ শিক্ষাবর্ষে বৃত্তি নিয়ে ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
- উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যেতে যা জানা প্রয়োজন
- বৃত্তি নিয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে সৌদি আরবে
আবেদনকারীর যোগ্যতা:
- বাংলাদেশি শিক্ষার্থীরা বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ বা আংশিক বৃত্তি পেয়ে উচ্চতর ডিগ্রির (স্নাতক/ স্নাতকোত্তর/ পিএইচডি) জন্য গত বছরের ১ এপ্রিল থেকে এ বছরের ৩১ মার্চ পর্যন্ত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হলে।
- এ ট্রাস্ট ফান্ডের আওতায় ইতোপূর্বে ভ্রমণ মঞ্জুরি না পেয়ে থাকলে।
- বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদনকারী দেশি বা বিদেশি অন্য কোনো উৎস থেকে ভ্রমণ মঞ্জুরি/ এয়ার টিকেট না পেয়ে থাকলে।
- ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সুইডেনে বৃত্তি নিয়ে পড়াশোনার সুযোগ
- ওবামা ফাউন্ডেশনের বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ
- ফ্রান্সে ‘ফুল ফ্রি' বৃত্তি নিয়ে পড়ার সুযোগ
- যুক্তরাজ্যে ‘গ্রেট স্কলারশিপ' নিয়ে পড়ার সুযোগ
- উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্র যেতে জেনে রাখুন কিছু বিষয়
- অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী ভিসা পেতে সতর্ক থাকতে হবে যেসব বিষয়ে
- উচ্চশিক্ষার জন্য স্পেন যেতে যা জানা প্রয়োজন
- আইইএলটিএস ছাড়াই বৃত্তি নিয়ে পড়ার সুযোগ রয়েছে তুরস্কে
আবেদন করবেন যেভাবে
পূর্ণ বা আংশিক বৃত্তি পেয়ে ওপরে উল্লিখিত সময়ে বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীরা অনলাইনে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করতে হয়। কাগজপত্র প্রস্তুতি শেষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের http://bstf.erd.gov.bd লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।
- ২০২৩-২৪ শিক্ষাবর্ষে হাঙ্গেরিতে বৃত্তির আবেদন শুরু
- নরওয়েতে বাংলাদেশি শিক্ষার্থীদের বিনামূল্যে পড়তে যাওয়ার সুযোগ
- উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডে যেতে প্রয়োজনীয় তথ্য
- সুইডেনে স্কলারশিপ পাওয়ার কিছু উপায়
- উচ্চশিক্ষার জন্য জাপানে যেতে জেনে রাখুন এসব তথ্য
- জেনে নিন বিভিন্ন দেশে উচ্চশিক্ষার বৃত্তি সম্পর্কে
অনলাইন আবেদন ছকের নির্ধারিত স্থানে নিম্নবর্ণিত কাগজপত্র আপলোড করতে হবে
- বিদেশি বিশ্ববিদ্যালয়ের ইস্যু করা বৃত্তির লেটার; ওই বৃত্তির চিঠিতে বিশ্ববিদ্যালয়ে নাম, বৃত্তি প্রাপ্ত ব্যক্তির নাম ও তারিখ থাকতে হবে।
- বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান/ অন্য কোনো উৎস থেকে ভ্রমণ ব্যয় প্রদান করা হয়নি বা হবে না মর্মে সনদপত্র।
- প্রার্থীর নাম সংবলিত পাসপোর্টের পেজসহ বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃক প্রদত্ত বিদেশ যাওয়া ও সংশ্লিষ্ট দেশের ইমিগ্রেশন কর্তৃক প্রদত্ত দেশে আসার সিল সংবলিত পাসপোর্ট পেজ;
- এয়ার টিকেট (বাস/ ট্রেনের টিকেট শুধু ভারতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য) এবং ভ্রমণ ব্যয়ের রশিদ।
- উচ্চশিক্ষার জন্য ফ্রান্সে যেতে যা জানা প্রয়োজন
- উচ্চশিক্ষায় সুইজারল্যান্ডে বৃত্তি পাওয়ার উপায়
- জার্মানিতে বিনামূল্যে স্নাতকোত্তর পড়ার জন্য আবেদন করবেন যেভাবে
- উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যেতে প্রয়োজনীয় কিছু তথ্য
- উচ্চশিক্ষার জন্য ভারতে যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- এডিবি-জেএসপি বৃত্তি নিয়ে ১০ দেশে উচ্চশিক্ষার সুযোগ
- ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বৃত্তি নিয়ে যুক্তরাজ্যের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ
- সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র।
- জাতীয় পরিচয়পত্রের কপি/ জন্মনিবন্ধন সনদ।
- বাংলাদেশ-সুইডেন ট্রাস্ট ফান্ডের ওয়েবসাইটে http://bstf.erd.gov.bd লগইন করার ক্ষেত্রে নিজস্ব ই-মেইল ব্যবহার করতে হবে।
- পাসপোর্ট সাইজের ছবি (300x300 Pixel);
- নিজ স্বাক্ষরের স্ক্যান কপি (300x80 Pixel);
- একাডেমিক ও স্কলারশিপের সনদ/ ডকুমেন্টসহ অন্যান্য সংশ্লিষ্ট ডকুমেন্ট একসঙ্গে স্ক্যান করে বিএসটিএফের ওয়েবসাইটের নির্দিষ্ট স্থানে একটি ফাইলে আপলোড করতে হবে।
- আইইএলটিএস ছাড়াই পড়তে যেতে পারেন হাঙ্গেরিতে, আছে খণ্ডকালীন কাজের সুযোগ
- উচ্চশিক্ষার জন্য ডেনমার্কে যেতে জেনে নিন কিছু তথ্য
- উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডে যেতে পারেন যেসব কারণে
- আইইএলটিএস ছাড়াই পড়তে যাওয়ার সুযোগ রয়েছে মালয়েশিয়ায়
- উচ্চশিক্ষার জন্য কানাডায় যেতে যা জানা প্রয়োজন
- রাশিয়ায় পড়তে যেতে লাগবে না ব্যাংক বিবরণী, আইইএলটিএস
আবেদনের শেষ সময়
২০ মে বাংলাদেশ সময় সকাল ৯টায় আবেদন শুরু হয়েছে। আগামী ১৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।