Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

বাসের জানালা দিয়ে বাঘকে মাংস খাওয়ালেন চালক

ভিডিওটি দেখার পর অনেকেই বলছেন, ‘ভিউয়ার বাড়ানোর জন্য বন্যপ্রাণীকে বিরক্ত করবেন না’

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১২:৪৫ পিএম

বনের ভেতর দিয়ে গাড়ি চালানোর সময় হরেক রকম কাণ্ড-কারখানা করে থাকেন পর্যটক বা চালকেরা। বন্যপ্রাণীতে ভরপুর একটি বনের ভেতর দিয়ে বাস চালানোর সময় এক চালকের করা বাঘকে মাংস খাওয়ানোর একটি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

“দা অ্যামেজিং টাইগার্স” নামে ইন্সটাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, বাসের চালক জানালা খুলে লাঠিতে করে একটি মাংসের টুকরো ঝুলিয়ে ধরে আছেন। আর আশপাশের বাঘকে সেই মাংস খাওয়ার প্ররোচ দিচ্ছিলেন। সেসময় একটি বাঘ লাফিয়ে জানালার কাছে এসে মাংসের টুকরোটিতে থাবা বসায়। পরে চালক জানালা বন্ধ করে বাঘটিকে ইশারায় সরে যেতে বলেন। 

এই ভিডিওটি দেখে অনেকে চালককে সাহসী বলছেন আবার অনেকে এর সমালোচনা করছেন। কেউ কেউ বলছেন, ভিউয়ার বাড়ানোর জন্য বন্যপ্রাণীকে বিরক্ত করবেন না। 

About

Popular Links