Saturday, July 12, 2025

সেকশন

English
Dhaka Tribune

`ক্রিকেটের পরাজয়ে কষ্ট পেয়েছি, পীরগঞ্জের ঘটনায় হৃদয় ভেঙে চুরমার'

সোমবার (১৮ অক্টোবর) এক ফেসবুক পোস্টে পীরগঞ্জের ঘটনায় এভাবেই শোকপ্রকাশ করেন মাশরাফি বিন মর্তুজা

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১০:৩৯ এএম

রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

সোমবার (১৮ অক্টোবর) এক ফেসবুক পোস্টে স্কটল্যান্ডের কাছে বাংলাদেশ ক্রিকেট দলের পরাজয় এবং পীরগঞ্জে ঘটে যাওয়া ঘটনার বিষয়টি উল্লেখ করেন।

ওই পোস্টে তিনি লেখেন, “কাল (রবিবার) দুইটা হার দেখেছি, একটা বাংলাদেশ ক্রিকেট দল, যেটায় কষ্ট পেয়েছি। আর একটি পুরো বাংলাদেশের, যা হৃদয় ভেঙ্গে চুরমার করেছে। এ লাল-সবুজ তো আমরা চাইনি কতো কতো স্বপ্ন, কতো কষ্টার্জিত জীবন যুদ্ধ এক নিমিষেই শেষ। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দিন।”

রবিবার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় করিমপুর মাঝিপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের ২০ থেকে ২৫ টি বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪২ জনকে আটক করেছে পুলিশ।  এর আগে গত রবিবার রাত ৮টার দিকে এ হামলা চালানো হয়।

   
Banner

About

Popular Links

x